রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

টীকাঃ কৌশলগত ব্যবসায় একক

কোশলগত ব্যবসায় এককঃ একটি কোম্পানীর প্রধান ব্যবসায় গঠন কাঠামোতে যতগুলো একক থাকে তার প্রত্যেকটি একককে পৃথক পৃথক ভাবে কৌশলগত ব্যবসায় একক বলে। কৌশল গত ব্যবসায় একক কোম্পানীর একটি বিভাগ এবং একটি বিভাগের মধ্যে একটি মাত্র পণ্য সারি অথবা একটি মাত্র ব্র্যান্ড নিয়ে গঠিত হহয়ে থাকে।
Philip Kotler এবং Gary Armstrong বলেন, "কৌশলগত ব্যবসায় একক হচ্ছে কোম্পানীর একটি একক যার পৃথক মিশন ও উদ্দেশ্য আছে এবং যার জন্য কোম্পানীর অন্যান্য ব্যাবসায় থেকে স্বাধীনভাবে পরিকল্পনা করা যায়।"
Keller এবং Kotler বলেন, "কৌশলগত ব্যবসায় একক হচ্ছে একটি একক ব্যবসায় বা সম্পর্কযুক্ত ব্যবসায়ের সমষ্টি যার জন্য কোম্পানীর অন্যান্য ব্যবসায় থেকে পৃথক পরিকল্পনা করা যায়।"

Evans এবং Berman বলেন, "কৌশলগত ব্যবসায় একক হচ্ছে একটি সংগঠনের পৃথক পরিচালনা একক।"
সুতরাং উপরোক্ত আলোচনায় বলা যায় যে, কৌশলগত ব্যবসায় একক হচ্ছে একটি পণ্য বা সম্পর্কযুক্ত কয়েকটি পণ্য যাদের জন্য পৃথক কৌশল গ্রহণ করা যায় এবং যাদের নিজস্ব প্রতিযোগি ও ব্যবস্থাপক আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন