শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪

প্রস্তাবের সংজ্ঞা

প্রস্তাবের সংজ্ঞাঃ সাধারণ অর্থে, কোন ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তির নিকট সম্মতি লাভের উদ্দেশ্যে কোন কিছু করা বা না করার বিষয়ে ইচ্ছা প্রকাশকে প্রস্তাব বলা হয়।
বাংলাদেশে বলবতযোগ্য ১৮৭২ সালের চুক্তি আইনের ২ (ক) ধারায় বলা হয়েছে যে, "যখন কোণ ব্যক্তি অপর কোন ব্যক্তির সম্মতি লাভের উদ্দেশ্যে কোন কিছু করা বা না করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে তখন পূর্বোক্ত ব্যক্তি শেষোক্ত ব্যক্তির নিকট একটি প্রস্তাব উত্থাপন করেছে বলে ধরা হয়।"
দৃষ্টান্তঃ ক, খ-এর নিকট তার বাড়ীটি ১ লক্ষ টাকায় বিক্রয়ের ইচ্ছা প্রকাশ করে। এক্ষেত্রে ক, খ-এর নিকট একটী প্রস্তাব করেছে বলে ধরা হবে। খ এতে স্বীকৃতি দিলে চুক্তির সৃষ্টি হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন