শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪

পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু

পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তুঃ পরিমেল নিয়মাবলী হল কোম্পানীর দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। এতে কোম্পানীর আভ্যন্তরীণ পরিচালনা ও ব্যবস্থাপনার যাবতীয় বিষয়াদি বিস্তারিতভাবে লিপিবদ্ধ থাকে। পরিমেল নিয়মাবলীর অন্তুর্ভূক্ত বিষয়সমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ
  1.           কোম্পানীর পূর্ণ নাম।
  2. কোম্পানীর দৈনন্দিন কাজ পরিচালনা ও ব্যাবস্থাপনার নিয়মাবলী।
  3. পরিচালক ও ব্যবস্থাপক পরিচালকের নাম ঠিকানা ও পেশা।
  4. পরিচালক ও ব্যবস্থাপক পরিচালকের দায়িত্ব, কর্তব্য, অধিকার ও ক্ষ্মতা।
  5. পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ারের সংখ্যা ও মূল্য।
  6. পরিচালকের সংখ্যা।
  7. পরিচালকদের পারিশ্রমিক।
  8. ব্যবস্থাপক ও সচিব নিয়োগ পদ্ধতি।
  9. অনুমোদিত মূলধনের পরিমাণ।
  10. পরিচালকদের অবসর গ্রহণ, দায়িত্ব অব্যাহতি।
  11. মোট শেয়ারের সংখ্যাও শ্রেণীবিভাগ।
  12. প্রতিটি শেয়ারের মূল্য।
  13. শেয়ার বিক্রয় পদ্ধতি।
  14. শেয়ারের মূল্য পরিশোধের পদ্ধতি।
  15. শেয়ার বিক্রির কমিশন।
  16. শেয়ার বাজেয়াপ করার শর্তাবলী ও নিয়মাবলী।
  17. শেয়ার হস্তান্তরের নিয়মাবলী,
  18. ঋণ গ্রহণ পদ্ধতি।
  19. মূলধন পরিবর্তনের নিয়মাবলী।
  20. সভা আহ্বান পদ্ধতি।
  21. সভা পরিচালনা পদ্ধতি।
  22. সভায় ভোট গ্রহণ করার পদ্ধতি।
  23. সদস্যদের ভোটাধিকার।
  24. হিসাবরক্ষণ পদ্ধতি।
  25. হিসাব নিরীক্ষা পদ্ধতি।
  26. হিসাব নিরীক্ষদের নাম ও ঠিকানা।
  27. লভ্যাংশ ঘোষনার নিয়ম।
  28. কোম্পানীর সীলমোহর রক্ষন ও তার ব্যবহার পদ্ধতি।
  29. ব্যাংকারের নাম ও ঠিকানা।
  30. কোম্পানী বিলোপসাধন পদ্ধতি ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন