বুধবার, ২৪ জুলাই, ২০১৩

কখন মুখ্য শর্তকে গৌণ শর্ত হিসেবে বিবেচনা করা হয়?

অনেক সময় মুখ্য শর্তকে গৌণ শর্ত হিসেবে বিবেচনা করা হয়। ১৯৩০ সালের পণ্য বিক্রয় আইন অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রে মুখ্য শর্ত গৌণ শর্ত হিসেবে গণ্য হতে পারেঃ

  1. স্বেচ্ছাকৃত পরিহারঃ ক্রেতা মুখ্য শর্ত ভঙ্গকে গৌণ শর্ত হিসেবে গ্রহণ করলে এবং চুক্তি বর্জন না করে ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করলে মুখ্য শর্ত গৌণ শর্ত হিসেবে গণ্য হয়। [১৩(১) ধারা]
  2. বাধ্যতামূলক পরিহারঃ যে পণ্য বিক্রয় চুক্তিকে পৃথক করা যায় না এবং ক্রেতা সকল পণ্য বা তাঁর কিছু অংশ গ্রহণ করেছে অথবা নির্দিষ্ট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয়েছে সেক্ষেত্রে বিক্রেতার দ্বারা পণ্য ফেরত বা চুক্তি বর্জনের কারণ রুপে গণ্য হবে না। [১৩(২) ধারা]
  3. নির্দিষ্ট পণ্য বিক্রয়ের ক্ষেত্রেঃ নির্দিষ্ট পণ্য বিক্রয় চুক্তিতে যখন পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয়, তখন মুখ্য শর্ত ভঙ্গ হয়েছে এ কারণে ক্রেতা চুক্তিটি বর্জন করতে পারেনা। এরুপ ক্ষেত্রে মুখ্য শর্ত ভঙ্গ, গৌণ শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হয় এবং ক্রেতা শুধুমাত্র ক্ষতিপূরণ পাবার অধিকারী হয়। [Street Vs. Blake (1831) 2B &Ad. 356]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন