বুধবার, ২৪ জুলাই, ২০১৩

স্মারকলিপি কাকে বলে?

স্মারকলিপি হল কোম্পানীর মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কোম্পানীর মূল বিষয়াবলী লিপিবদ্ধ করা হয়। এর মাধ্যমে কোম্পানীর কার্যক্ষেত্রে ও কোম্পানীর সীমা নির্দিষ্ট করা হয়ে থাকে।
যে দলিলে কোম্পানীর নাম, কার্যক্ষেত্র, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, সদস্যদের দায় প্রভূতি বিষয় লিপিবদ্ধ থাকে তাকেই স্মারকলিপি বলে।
স্মারকলিপির কতিপয় সংজ্ঞা নিম্নে দেওয়া হলঃ-
১৯৯৪ সালের কোম্পানী আইনের ২(১-ফ) ধারায় বলা হয়েছে, "স্মারকলিপি বলতে কোন কোম্পানীর বা সমিতির স্মারক বুঝাবে যা প্রথমে প্রণীত হয়েছে অথবা পরে অত্র আইনের বিধান অনুসারে পরিবর্তিত হয়েছে।"
বিচারপতি লর্ড কেয়ার্নস বলেন, "The Memorandum of Association of a company is its charter and defines its limitation of the powers of the company, established under the act."
পরিশেষে বলা যায়, স্মারকলিপি হলো কোম্পানীর মূল দলিল, সনদ বা সংবিধান যাতে কোম্পানীর মূল বিষয়াবলী বিশেষত উদ্দেশ্য, কার্যপরিধি ও ক্ষমতার সীমা নির্দিষ্ট থাকে এবং যার দ্বারা কোম্পানীর সহিত শেয়ারহোল্ডার ও তৃতীয়পক্ষের সম্পর্ক নির্ধারিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন